ঝড় বৃষ্টির সময় রাউটার বন্ধ না করলে যে সমস্যা হতে পারে!
ইলেকট্রনিক্স জিনিসের জন্য পানি এবং বজ্রপাত খুবই বিপদজনক। বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার।
বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইনই নয়; রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান ক্যাবলটিও খুলে রাখবেন। কারন অধিকাংশ এলাকায় দেখা যায় ইন্টারনেট সংযোগে বৈদ্যুতিক খুটিগুলোর মাধ্যমে ইন্টারনেটের তারগুলো টানা হয়। তবে যদি আপনার ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।
বজ্রপাতের সময় আপনার রাউটারের একমাত্র আসল ঝুঁকি হল কাছাকাছি বা সরাসরি বজ্রপাত। এমন অবস্থায় আপনার রাউটারের সাথে যদি পিসি বা ল্যাপটপ সরাসরি তারের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
যদি বজ্রপাত আপনার এলাকায় আঘাত হানে তবে আপনার রাউটারটি আনপ্লাগ করুন , নতুবা আপনি কম্পিউটারের সমস্ত তথ্য হারাতে পারেন। বজ্রপাতের ফলে পাওয়ার সার্জ ঘটতে পারে যা রাউটারকে পুরোপুরি অকেজো করে দিতে পারে।
বজ্রপাত পড়লে হাই ভোল্টেজ আর হাই ফ্রিকোয়েন্সির সৃষ্টি হয়ে, এর ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
ঘরের আশেপাশে বাজ পড়লেও একটি তড়িতচৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটি বাজের থেকে কম শক্তিশালী হলেও বাড়ির বিদ্যুতের চেয়ে বহুগুণ শক্তিশালী। তাই এর ফলেও বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।