রাউটার কী? রাউটার কীভাবে কাজ করে? রাউটার ব্যাবহারের সুবিধা/অসুবিধা কী?
রাউটার কী এই প্রশ্নের উত্তর সহজভাবে দিতে চাইলে বলা যায় - একটি নেটওয়ার্কে সংযোগকারী হার্ডওয়্যর ও সফটওয়্যার এর সংমিশ্রিত ডিভাইস। একটু বিস্তারিত বলা যাক। আমরা যখন কোন ডিভাইসকে ইন্টারনেটে সংযোগ করতে চাই তখন ডিভাইস ও ইন্টারনেট এর মধ্যে একটি সংযোগকারী প্রয়োজন যে সংযোগের পথ তৈরি করবে। রাউটার মূলত এই কাজটি করে। রাউটার এর সাথে তার দিয়ে ওয়াইফাই সংযোগ করা থাকে। ওয়াইফাই থেকে প্রাপ্ত নেটওয়ার্ক সিগন্যাল ডিভাইসের সাথে তারবিহীন সংযোগে ডিভাইসকে ইন্টারনেটের রাজ্যে প্রবেশ করায়। এক্ষেত্রে প্রতিটি রাউটারের একটি স্বতন্ত আইপি এড্রেস থাকে এবং ঐ রাউটারের সাথে যুক্ত ডিভাইস গুলো একটি মাত্র আইপি এড্রেস ব্যাবহার করে এবং অভিন্ন নেটওয়ার্ক ব্যাবস্থা গড়ে তোলে।
রাউটার যেভাবে কাজ করে:
এই জিনিসটি বুঝার জন্য আমরা একটা ঘরকে কল্পনা করতে পারি যেখানে অনেকগুলো ডিভাইস যেমন মোবাইল, টিভি, প্রিন্টার, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি রয়েছে এবং আছে একটি রাউটার। রাউটার এর সাথে তারবিহীনভাবে ডিভাইসগুলো যুক্ত থাকে এবং রাউটার আবার যুক্ত থাকে WiFi নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার’র নেটওয়ার্ক এর সাথে। ঐ ঘরের যেকোন ডিভাইসের যখন তথ্য শেয়ার করে তখন তা নেটওয়ার্ককে রাস্তা হিসেবে ব্যাবহার করে এবং রাউটার এর মধ্যেস্থতাকারী হিসেবে কাজ করে। আবার যখন তথ্য গ্রহন করার প্রয়োজন হয় তখন আইপি এড্রেস এর মাধ্যমে তথ্য রাউটার ডিভাইসে পৌছে দেয়।
রাউটার ব্যাবহারের সুবিধা:
রাউটার এর প্রধান কাজ কোন একটি নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইসকে একত্রে সংযুক্ত করা। এই নেটওয়ার্ক আবার ইন্টারনেটে সংযুক্ত করাও রাউটার এর কাজ। রাউটার এর সাথে কোন ডিভাইসকে অনেক সহজেই সংযুক্ত করা যায়। কোন একটি নেটওয়ার্ক ব্যাবস্থার নিরাপত্তা বৃদ্ধিতে রাউটার সহায়ক ভূমিকা পালন করে। রাউটার নেটওয়ার্ক এড্রেসকে ট্রান্সলেশন ( NAT) করতে পারে যা প্রাইভেট আইপি এড্রেসকে পাবলিক আইপি এড্রেসে পরিবর্তিত করতে সহায়তা করে। ফলে তথ্য আদান-প্রদান আরো সহজ হয়।
রাউটার ববহারের অসুবিধা:
রাউটার যেহেতু ওয়ারল্যাস নেটওয়ার্ক ব্যাবস্থা তৈরি করে তাই এর গতি দুরতৃ বারলে কমতে থাকে। আবার অনেকগুলো ডিভাইস একত্রে সংযুক্ত করা হলেও রাউটার প্রদত্ত নেটওয়ার্ক সিস্টেমের গতি কমতে থাকে। তাছাড়া এখনকার সময়ে রাউটার অনেক সহজলভ্য এবং পরিচিত হওয়ায় কোয়ালিটি এর ব্যাপারেও চিন্তা করতে হচ্ছে। অনেকক্ষেত্রেই দেখা যায় রাউটার নেটওয়ার্ক থেকে বারবার ডিস্কানেক্ট হচ্ছে, ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই রাউটার কেনার আগে জেনে বুঝে ভালো মানের রাউটার কিনুন। ধন্যবাদ